রংপুরে জরুরী সংবাদ সম্মেলনে সমন্বয়করা

রংপুরে জরুরী সংবাদ সম্মেলনে সমন্বয়করা

রংপুরে জরুরী সংবাদ সম্মেলনে সমন্বয়করা
রংপুরে জরুরী সংবাদ সম্মেলনে সমন্বয়করা


আবু সাঈদের রক্তে রঞ্জিত রংপুরের এই ভূমিতে কোন স্বার্থন্বেসী মহল বা সন্ত্রাসীরা কোন ধরণের অপকর্ম করলে তা প্রতিহত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর সব সময় প্রস্তুত থাকবে । একটা বিষয় সবার হয়তো নজরে এসেছে যে, আমাদের রংপুরে যারা শহিদ হয়েছে ; তাদের পরিবার যে মামলাগুলো করেছে । এতে করে অনেকে চাপে পড়ে কিছু মামলায় নিরাপরাধ ব্যক্তিদের নামও যোগ করেছে, তাদের বিভিন্নভাবে অর্থ ও বিভিন্ন প্রলোভন দিয়ে প্রভাবিত করেছে একটি আইনজীবি গোষ্ঠী। যা একটি দেশের সুশাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ঠ। ছাত্র জনতার বৈষম্য এর বিরুদ্ধে এই আন্দোলন এখনো শেষ হয়নি। সমাজের যেখানে অন্যায়,অনিয়ম সংঘঠিত হবে সেখানেই আমাদের প্লাটফর্ম দায়িত্ব নিয়ে তা সমাধানে সচেষ্ট থাকবে।
বিগত সময়ে রংপুরে কিছু অপ্রিতীকর ঘটনা ঘটেছে । বিশেষ করে মামলা বাণিজ্যের মতো অপকর্ম তারা করছে। মামলার বিষয়ে বিজ্ঞ আদালতের কাছে অনুরোধ কোন নিরাপরাধ ব্যক্তি যেন কাঠগড়ায় না দাড়ান। কোন ব্যক্তি বা গোষ্ঠী মামলার বিষয়ে চাপ দিলে রংপুরের ছাত্র জনতা তাকে বা তাদেরকে একতাবদ্ধ হয়ে প্রতিহত করবে।
সাম্প্রতিক সময়ে রংপুরে একটা বিষয় খুব লক্ষণীয় যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে জোর করে বা স্বেচ্ছায় প্রতিষ্ঠানের প্রধানেরা পদত্যাগ করছেন। আন্দোলন করা সকলের গণতান্ত্রিক অধিকার, যেকোন বৈধ আন্দোলনকে আমরা সমর্থন করছি। তবে যদি অবৈধভাবে বা বেআইনীভাবে কোন গোষ্ঠী এরকম কাজ করে, এ বিষয়ে আমাদের বক্তব্য সু স্পষ্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বিষয়টিকে সমর্থন করেনা। অনেক জায়গা থেকে এমনও তথ্য পেয়েছি যে, অনেকে ব্যাক্তিগত আক্রশ থেকে শিক্ষার্থীদের এমন কাজে লিপ্ত করাচ্ছে। কেউ যদি অন্যায়, দুর্নিতীর সাথে সম্পৃক্ত থাকে তাহলে সেই শিক্ষকের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা জরুরী ভিত্তিতে নেওয়া উচিত। সে বিষয়ে আমরা সহযোগীতা করব।
যদি কোন ব্যক্তি বা মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নাম ব্যাবহার করে কোন অবৈধ স্বার্থ হাসিলের চেষ্ঠা করে তাহলে আপনারা আইন প্রয়োগকারী সংস্থাকে তার বিরুদ্ধে জনান। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নাম ব্যবহার করে অপকর্ম করছেন এই দায় সম্পূর্ন তার।
বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সংকটময় মুহুর্তে রয়েছি। কেননা কয়েকদিন হলো আমরা আামাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এখন প্রয়োজন রাষ্ট্র পুনঃগঠন করা । আপনারা যারা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছেন। তারা বৈধ উপায়ে সরকার প্রধানকে জানান।
আমরা হাসিনার শাসনে দেখেছি নির্বিচারে বিরোধী মতের মানুষদের মামলা দেওয়া হতো, হামলা করা হতো। আমরা চাই না এরকম ফ্যাসিষ্ট আচরণ আমরা সমর্থন করিনা।
বর্তমানে দেশের ১২ জেলায় যে বন্যা হচ্ছে তা রাজনৈতিক প্রতিহিংসার বলি বলে আমরা মনে করি। এই দুর্যোগে মানুষের কষ্ট কিছটাু লাঘবে আমাদের প্লাটফর্ম সারাদেশে কাজ করছে। তার ধারাবাহিকতায় রংপুরে আমরা তিনদিন থেকে গণত্রাণ কার্যক্রম করে আসছি। এতে রংপুরবাসীর কাছে আহ্বান আপনারা আপনাদের সাধ্য মত শুকনো খাবার, পানি, ঔষধসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করবেন।

বক্তব্য প্রদান করেন সমন্বয়ক ইমরান আহমেদ, মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ, ইমতিয়াজ আহম্মদ ইমতি, আলী হোস্ইন, আরাফাত, নাহিদ, মাহির ফয়সাল, ডা. লিমন পাঠান, রিনা মুরমু। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com