২৪ শে আগস্ট শনিবার বিকেল ৫ ঘটিকায় বাংলার চোখের চেয়ারম্যান হাজী মো: তানবীর হোসেন আশরাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাবুল এর উপস্থাপনায় রংপুর পাবলিক লাইব্রেরীর মাঠে বন্যার্তদের জন্য অর্থ সহায়তায় অর্থ সংগ্রহ ও দুর্যোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। দোয়া পরিচালনা করেন নুরে মদিনা মাদরাসার প্রিন্সিপাল মো: নিয়ামুল হক বিপ্লবী।
আলোচনা করেন বাংলার চোখের উপদেষ্টা মো: নুরুল হক মুন্না, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক, মডেল মসজিদের খতিব মুফতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, নুরে মদিনা মসজিদের খতিব মো: আবু ঈসা, নাট্য চক্র সভাপতি মো: আব্দুল মজিদ হিরু, সারথি নাট্য সম্প্রদায় সাধারণ সম্পাদক মো: আরিফ উল জামান, হাজী কল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক মো: আলী আকবার বাদল, মহানগর দোকান মালিক সমিতির সহ-সভাপতি মো: আলতাফ হোসেন, দা ওয়ান এর মো: মাসুমুর রহমান মাসুম।
সুমি গ্রুপ ও রয়্যালটি মেগামলের কর্মকর্তা-কর্মচারীগণ তাদের একদিনের বেতনের সাথে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাদের নিজস্ব তহবিল হতে ২ লক্ষ ৯২ হাজার ২০০ টাকা বাংলার চোখের প্রাণ তহবিলে প্রদান করেন। এছাড়াও উপস্থিত লোক জন বাংলার চোখের ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান করেন। সভাপতি তার বক্তব্যে বলেন বাংলার চোখের মত সব সংগঠনগুলো এবং সমাজের বিত্তবানরা এই দুর্যোগ মোকাবেলায় আসায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।