চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে রংপুরে সাধারণ আনসার সদস্যরা বিক্ষোভ করেছেন।শনিবার সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ এর আয়োজনে তাঁরা এ কর্মসুচী পালন করে। এসময় তাঁরা বিভিন্ন বেসরকারি ডিপো, বিদ্যুৎকেন্দ্রসহ সরকারি-বেসরকারি অফিসে পদায়িত ছাড়াও চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।পরে একটি বিক্ষোভ শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাচারী বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর কর্মসুচীর ঘোষনা দেন আন্দোলনরত আনসার সদস্যরা।