মানিকগঞ্জ ৪ বছর বয়সি শিশুকে অপহরন করে মুক্তিপন আদায়ের চেষ্টার সময় দিনাজপুরে অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব সদস্যরা। একই সাখে অপহৃত শিশুকেও উদ্ধারে সফল হয়েছে তারা। গতকাল বুধবার রাতে যৌথভাবে ওই অভিযান চালিয়েছে র্যাব ১৩ এবং র্যাব ৪ এর টিম।র্যাব-১৩, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার সালমান নূর আলম জানান, র্যাব-১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এবং মানিকগঞ্জের র্যাব ৪ এর সিপিসি-৩ এর সদস্যরা যৌথভাবে ২১আগষ্টদিনাজপুরের পাবর্তীপুর পৌর শহরের ১নং ওয়ার্ডে মহা সড়কের পাশে অবস্হিত রেলওয়ে তেল ডিপোর পাশে অভিযান চালিয়ে মানিকগঞ্জে অপহৃত ৪ বছরের শিশু খাদিজা আক্তার (৪) কে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এসময় অপহরণকারী আফরিন রেশমা এবং শাহাজাদী ইসলাম ঝুমুরকে হাতেনাতে গ্রেপ্তার করতে পেরেছে তারা।গ্রেপ্তার দুই নারীর মধ্যে আফরিন রেশমা (২২) মানিকগঞ্জ জেলা সদরের চর হিজুলি মত্ত গ্রামের মৃত আতাউর রহমানের মেয়ে এবং শাহাজাদী ইসলাম ঝুমুর (৩৮) ঢাকা মহা নগরের কদমতলী থানার জুরাইনের ১৯১১ নস্বর জহুরুল ইসলামের বাড়ীতে বসবাস করতো। বর্তমানে সে দিনাজপুরের পাবর্তীপুরের উপজেলা শহরের পুরাতন বাজারের নুরুল ইসলামেে বাড়ীতে বসবাস করে আসছে।র্যাব ১৩ এর মিডিয়া কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত আফরিন রেশমা মানিকগঞ্জ সদর থানাধীন চরহিজুলি গ্রামে এবং সহযোগী শাহাজাদী ইসলাম ঝুমুর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর গ্রামে এক সময়ে একই সাথে বসবাস করেছিল।
এসময় তারা মানব পাচার চক্রের সক্রিয় সদস্য হিসেবে জড়িয়ে পড়ে। তারা দেশের বিভিন্ন জেলায় অস্থায়ী ভিত্তিতে বাসা ভাড়া নিয়ে শিশুদের টার্গেট করে অপহরণ করতঃ এবং মুক্তিপণ আদায় করে আসছিল। তারই ধারাবাহিকতায় ৪ বছর বয়সি শিশু খাদিজা আক্তার (৪) বাড়ীতে একা পেয়ে খেলনা পুতুল কিনে দেওয়া এবং চকলেটের প্রলোভন দেখিয়ে গত ২০ আগষ্ট দুপুরের দিকে মানিকগঞ্জে অপহরণ করে৷ এসময় শিশুর মায়ের ব্যবহৃত একটি এ্যান্ড্রয়েড ফোনসহ নগদ ১৭ হাজারটাকা হাতিয়ে নেয় তারা। বাড়ীতে ফিরে মোবাইল ফোনসহ শিশুকে না পেয়ে ব্যবহৃত মোবাইল ফোনে কোল দেন সন্তানের মা। হাতিয়ে নেওয়া ফোন কোল রিসিভ করেছিল অপহরনকারী আফরিন রেশমা। এসময় সন্তানকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে দেড় লক্ষ টাকা মুক্তিপন দাবি করে বসে সে।
অন্যথায় শিশুটিকে হত্যারও হুমকি দেয় রেশমা।এব্যাপারে মানিকগঞ্জের সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০২০) এর ৭/৮। মামলা দায়ের করেন সন্তানের মা। মামলা নং-১৩/২৮৫। ওই তথ্য প্রযুক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধার করাসহ জড়িতদের গ্রেপ্তার সহজ হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্হা গ্রহনে উদ্ধার শিশুসহ গ্রেপ্তার দুই অপহরনকারি নারীকে আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।