রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে হাসপাতালের মূল ফটকে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল হতে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করেন। এ সময় হাসপাতালের মূল ফটক দিয়ে সেবা দাতা ও গ্রহিতা সকলের যাতায়াত বন্ধ ছিলো।
নার্সরা তাদের সকল কার্যক্রম বন্ধ রেখে ৫দফা দাবিতে এ বিক্ষোভ করেন। দাবি গুলোর মধ্যে রয়েছে- *পর্যাপ্ত সংখ্যক সিনিয়র স্টাফ থাকা সত্বেও নতুন নার্স নিয়োগ দেয়া বিরত থেকে নার্সদের বেতন কাঠামো সরকারি নীতিমালা অনুযায়ী করতে হবে। *ডাক্তার ও সাধারণ স্টাফ দ্বারা সিনিয়র স্টাফ নার্স পরিচালিত হবে না। *প্রতিষ্ঠানে কর্মরত সহকারী নার্সদের মানবিক দিক বিবেচনা করে চাকুরচ্যুত করা যাবে না। *কোন সুনির্দিষ্ট কারণ ব্যতিত বেতন কর্তন করা যাবে না। *সিনিয়র স্টাফ নার্সদের ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দুর করতে হবে।
এ সময় তারা দাবি বিভিন্ন শ্লোগান দিতে থাকে। আন্দোলনকারী কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, তারা অনেকদিন হতে তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য পরিচালক ও মালিক পক্ষের সাথে কথা বলে আসছিলো। এতে তাদের (মালিক/পরিচালক) পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেয়ার কারণে আজ আমরা একত্রিত হয়ে সকল কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করতে বাধ্য হয়েছি।
পরে আন্দোলনকারীরা আরো জানান, আন্দোলন চলাকালীন মালিক ও পরিচালকগণ আমাদের আন্দোলনে উপস্থিত হয়ে আশ^াস প্রদান করায় ও প্রতিনিধিদের সাথে বসে সিদ্ধান্ত নেয়ার ঘোষনায় আপাতত আন্দোলন স্থগিত করে কর্মে ফেরত এসেছি। আগামী শনিবার পূণাঙ্গ সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছি। আমাদের দাবি মানা না হলে আমরা আবার আন্দোলনে যাবো।
এ ব্যপারে হাসপাতালের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নার্সদের সকল দাবি যৌক্তিক, আমার মনে হয় দাবি গুলোন মানা উচিত। দেখি মালিক পক্ষ কি করেন।
মালিক পক্ষের সাথে কথা বলতে চাইলে, অভ্যন্তরিণ ব্যপার বলে তারা কথা বলতে রাজি নন।