র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক-২

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক-২


র‌্যাবের অভিযানে রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকা হতে মাইক্রোবাসে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক। এ সময় ০১ টি মাইক্রোবাস জব্দ।
র‌্যাব-১৩’র নিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ধাপ, বাংলাদেশ ব্যাংক মোড়স্থ (গঙ্গাচড়া টু রংপুর) পাকা রাস্তার উপর একটি মাইক্রোবাস তল্লাশী করে ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ ০২ (দুই) জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মাইক্রোবাস জব্দ করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় বহুদিন যাবৎ রংপুর-লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সূত্রের ভিত্তিতে তাদের উপর সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে র‌্যাব-১৩, রংপুর। আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার উত্তর বালাপাগড়া গ্রামের আব্দুস সালামের ছেলে ১। মোঃ সাইফুল ইসলাম (২৮), ও মৃত রইছ উদ্দিনের ছেলে ২। মোঃ কিসমত আলী (৩২)।
প্রেসে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রংপুর মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com