1. princerangpur@gmail.com : Rangpur24 :
ফুলবাড়ীতে বিদ্যুৎতের লোডসেডিং এর বিরুদ্ধে বিক্ষোভ ও অভিযোগ - Rangpur24.com
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে বিদ্যুৎতের লোডসেডিং এর বিরুদ্ধে বিক্ষোভ ও অভিযোগ

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৯ Time View

ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে ঘনঘন বিদ্যুৎতের লোডসেডিং এর কারনে জনজীবন বিপর্যস্থ। অভিযোগে বিক্ষোভ ও প্রতিবাদ জানান উপজেলার খয়েরবাড়ী এলাকাবাসী।

গত (২১ আগস্ট) বুধবার সকাল ১০টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ হয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ফুলবাড়ীস্থ দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ের সামনে বিক্ষোভ ও পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জিএম বিপুল কৃষ্ণ মন্ডল বরাবর অভিযোগ করেন।

অভিযোগকারী খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর বলেন, উপজেলায় খয়েরবাড়ী ইউনিয়নে ইতিপূর্বে যেভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিলো সেভাবেই বিদ্যুৎ সরবরাহ করতে হবে। কাউকে বুকে,কাউকে পিঠে এমনভাবে বিদ্যুৎ সরবারহ আমরা মেনে নেবনা। আমরা শুনেছি এই পল্লী বিদ্যুৎ অফিস থেকে উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতে ভালো ভাবেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অথচ আমাদের ইউনিয়নকে অবহেলিত করে রেখেছেন জি.এম সাহেব। আমরা দাবি মানা না হলে আমরা বড় মাপের আন্দোলনের মাধ্যমে এই জি.এমকে এখান থেকে অপসারন করবো।

দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জি.এম বিপুল কৃষ্ণ মন্ডল বলেন, গত ১ বড়পুকরিয়া গ্রিডের একটি ট্রান্সফরমারের গত ১৪ তারিখে নষ্ট হওয়ায় আমরা বিদ্যুৎ কম পাচ্ছি তাই বিদ্যুৎ লোড সেডিং বৃদ্ধি পেয়েছে। আগামী ১ মাসের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com
Office : Rangpur Bangladesh. Mobile : 01767414680, Email : princerangpur@gmail.com Md Prince Rangpur