লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৩ টি অবৈধ প্রতিষ্ঠানে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা এবং ০৩ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদান প্রক্রিয়াধীন
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে-
লাইসেন্স গ্রহণের জন্য ১ সপ্তাহ সময় প্রদান করা হয়েছে ঃ
১. নিউ মিতু আইসক্রিম, হাজি মার্কেট, বিসিক শি/ন, লালমনিরহাট – আইসক্রিম- ব্যবহৃত ঘনচিনি ও নি¤œমানের ফ্লেভার ধ্বংস করা হয়েছে।
২. আল-সাদ রেস্তোরা, মিশন মোড়, সদর, লালমনিরহাট – ফার্মেন্টেড মিল্ক ও মিষ্টি
৩. মেসার্স মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, বিসিক শি/ন, সদর, লালমনিরহাট – কেক
৪. মদিনা বেকারি এন্ড কনফেকশনারি, স্টেশন রোড, আদিতমারী, লালমনিরহাট – আজওয়া
৫. চাঁদ বেকারি, সাপ্টিবাড়ী, আদিতমারী, লালমনিরহাট- ব্রেড, বিস্কুট – নবায়ন
৬. বৈশাখী সুইটস এন্ড কনফেকশনারি, মিশন মোড়, সদর, লালমনিরহাট – দই, মিষ্টি
৭. চমক হোটেল এন্ড রেস্টুরেন্টে, মিশন মোড়, সদর, লালমনিরহাট- দই, মিষ্টি
৮. শাহান অটো ফ্লাওয়ার মিল, সদর, লালমনিরহাট – বিল পরিশোধের তাগাদা
৯. নয়নমণি অটোমেটিক ফ্লাওয়ার মিল, রেল বাজার, সদর, লালমনিরহাট – নবায়ন
১০. মা আমেনা ফ্লাওয়ার মিল, বানিয়ার দিঘী, সাপটানা রোড, লালমনিরহাট – আটা, গমের ভূষি নবায়নের পরামর্শ
যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদান করা হচ্ছে ঃ
১১. আঁখি স্টোর, রেল বাজার, সদর, লালমনিরহাট – প্রতিষ্ঠানটি বসুন্ধরা ব্রান্ডের নকল ভূষি সংরক্ষণ ও বিক্রয় বিতরণ করছেন
১২. রাফিয়া এন্টারপ্রাইজ, নামাটারী, তওশীলদার মোড়, সদর, লালমনিরহাট- দানব মশার কয়েল- প্রতিষ্ঠানটি অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করে লাইসেন্সপ্রাপ্ত অন্য প্রতিষ্ঠানের কয়েল নকল করে ঢাকা থেকে তৈরী করে এনে বিক্রয় বিতরণ করছে
১৩. আল-আকসা আইসক্রিম ফ্যাক্টরি, টাপুরচর, বুড়ির বাজার, হলোখানা, কুড়িগ্রাম-আইস ললি, ফার্মেন্টেড মিল্ক- প্রতিষ্ঠানটি একটি ছোট মাটির ঘরে নি¤œমানের পরিবেশ ক্ষতিকর কাঁচামাল ব্যবহার করে বিএসটিআই এর বাধতামূলক শিশুখাদ্য আইসললি ও দই উৎপাদন,সংরক্ষণ ও বিক্রয় বিতরণ করছে।
উপপরিচালক (পদার্থ) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর প্রকৌঃ মুবিন-উল-ইসলাম এর নেতৃত্বে উক্ত অভিযানটিতে উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) ও খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।