র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এর মাদক বিরোধী অভিযানে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন হামিন্দপুর এলাকা হতে ৮৫ (পঁচাশি) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৮ আগস্ট) রাতে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা এর একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য বহন করিয়া লালমনিরহাট গাইবান্ধা জেলা হয়ে বগুড়ার যাওয়ার পথে সাদুল্লাপুর থানাধীন হামিন্দপুর এলাকায় তাকে তল্লাশী করে ৮৫ (পঁচাশি) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মাদক কারবারী লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মৌজাসাকাতি গ্রামের মৃত মান্নানের ছেলে মোঃ বাদশা মিয়া (৩৭) কে আটক করেন।
জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে