রংপুর সরকারী শিশু পরিবারের (বালক) বিভিন্ন দাবিতে আন্দোলন

রংপুর সরকারী শিশু পরিবারের (বালক) বিভিন্ন দাবিতে আন্দোলন

রংপুর সরকারী শিশু পরিবারের (বালক) বিভিন্ন দাবিতে আন্দোলন

রংপুরে সরকারী শিশু পরিবারে (বালক) অবস্থানকারী শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। সোমবার (১৯ আগস্ট) সকালে নগরীর মর্ডান মোড়ের পাশে অবস্থিত সরকারী শিশু পরিবার (বালক) আবাসিক কার্যালয়ের সামনে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবিতে অবস্থান নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যায়। পরে সমাজ সেবা অধিদপ্তর রংপুর জেলার উপ-পরিচালক আব্দুল মতিন উপস্থিত হয়ে তার আশ^াসের ভিত্তিতে আন্দোলনকারীরা আন্দোলন বন্ধ করেন।
এ সময় বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবিরগুলোর মধ্যে ছিলো অন্যায়ভাবে পূণবাসন বন্ধ করতে হবে, এইচএসসি-সমমান ও মেধাবী ছাত্রদের অনার্স পর্যন্ত রাখতে হবে, এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল কর্মচারী ও উর্দ্ধতণ কর্মকর্তাদের বদলী করতে হবে, টেন্ডারের দুর্নীতি বন্ধ করতে হবে, উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সকল শুন্যপদ পূর্ণ করতে হবে, উন্নত খাবার পরিবেশন করতে হবে, বছরে তিনবার উন্নতমানের পোশাক দিতে হবে, বছরে ছয়বার চুল কাটার ব্যবস্থা করতে হবে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা এতিম তাই এখানে থাকি ও পড়াশোনা করি। কিন্তু এখান থেকে আমরা যা পাই তার মান খুবই খারাপ যেমন, খাদ্য, পোশাক, চিকিৎসাসহ অন্যান্য। তাই আমাদের সরকারের কাছে দাবি আমাদের অবহেলা না করে আমাদের উপর সহায় হোন।
এ ব্যপারে সমাজ সেবা অধিদপ্তরের রংপুর জেলার উপ-পরিচালক আব্দুল মতিন বলেন, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মিটিং এর মাধ্যমে আমরা সকল সিদ্ধান্ত নেই। একজন কর্মকর্তার নামে তাদের অভিযোগ আছে যা আমি আমার সিনিয়রদের জানিয়েছি তারা ব্যবস্থা নিবে। যা আমার ক্ষমতার বাইরে। উর্দ্ধতন কর্মকর্তারা তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নিবে। পূণর্বাসন এর ক্ষেত্রে একটি ছেলে অভিযোগ করেছে যা আমরা দেখবো আর বাকী যে দাবি রয়েছে তা আমরা বসে আমাদের সাধ্যের মধ্যে থেকে ব্যবস্থা নিবো। আগামীকাল তাদের সাথে আবারো বসতে চেয়েছি সেখানে বাকি সিদ্ধান্ত নিব।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com