উলিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উলিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে রোমানা বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা, বীরপাড়া এলাকার শ্বশুর বাড়ীর শয়ন ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। রোমানা ওই এলাকার রানা মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উলিপুর পৌর শহরের রামদাস ধনীরাম এলাকার রবিউল আলমের মেয়ে সাথে গত বছর ওই এলাকার রানা মিয়া (২৪) নামের এক যুবকের সাথে তার বিবাহ হয়। রানা বর্তমানে ঢাকায় একটি কোম্পনীতে কর্মরত আছেন। রবিবার দুপুরে শয়ন ঘরে আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে রোমানার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উৎঘাটন করা যাবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com