গাইবান্ধা-২ আসনের (সদর) সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ১৫০-১৬০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) বিকেলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি জানান, সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদি হয়ে এ মামলা করেন। মামলায় সাবেক এমপি সরোয়ার কবিরসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়- গত ১৭ জুলাই বিকেল আনুমানিক ৪টার দিকে এজাহার নামীয়সহ অজ্ঞাতনামা আসামিরা হাতে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে গাইবান্ধা সার্কুলার রোডস্থ জেলা যুবদল অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এসময় ককটেল বিস্ফোরণ এবং আসামিদের হাতে থাকা জেরিকেন থেকে পেট্রল ঢেলে আগুন দেয়।বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও মামলার বাদি রফিকুল ইসলাম বলেন, গাইবান্ধা জেলা যুবদল অফিসে হামলার ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। আসামিদের গ্রেফতারসহ সুষ্ঠু বিচার দাবি করছি।