কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যাকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিতে মানব্বন্ধন করেছে আবু সাঈদের ইংরেজী বিভাগের সহপাঠীরা। রবিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের প্রধান ফটকে বেরোবির ইংরেজী বিভাগের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মানব্বন্ধনে পরিকল্পিতভাবে ইংরেজী বিভাগের ছাত্র আবু সাঈদ কে হত্যার মদদদাতাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তাঁরা। এসময় ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিনের সেই সময়ের কার্যকলাপের ভুমিকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন শিক্ষার্থীরা