কুড়িগ্রামে ৬ কোটি টাকার স্পার বাঁধে ধস

কুড়িগ্রামে ৬ কোটি টাকার স্পার বাঁধে ধস

কুড়িগ্রামে ৬ কোটি টাকার স্পার বাঁধে ধস

কুড়িগ্রামের উলিপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা নদীর বাঁ তীর রক্ষার একটি স্পার বাঁধ (গ্রোয়েন) ধসে গেছে। তিস্তা নদীর পানি কমায় উপজেলার বজরা ইউনিয়নের চর বজরা এলাকার স্পার বাঁধটির সামনের প্রায় ১৫ মিটার অংশজুড়ে ধস দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার বজরা ইউনিয়নের চর বজরা এলাকায় ২০১৫-১৬ অর্থবছরে পাঁচ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে তিস্তা নদীর বাঁ তীর রক্ষায় ২০০ মিটার দৈর্ঘ্যর একটি স্পার বাঁধ (গ্রোয়েন) নির্মাণ করা হয়। ২০১৬ সালের নভেম্বর মাসে নির্মাণকাজ শুরু হয়।

২০১৭ সালের জুন মাসে নির্মাণকাজ শেষ হলে তা ধীরে ধীরে ভ্রমণপিপাসু মানুষের বিনোদনকেন্দ্রে পরিণত হয়। বাঁধটি ঘিরে প্রতিনিয়ত শত শত বিনোদনপ্রেমী বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভিড় জমায় এই এলাকায়।

ঘুরতে আসা অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, দেখার মতো তেমন কিছু না থাকলেও বিকেলে ও গোধূলিলগ্নে যেন মানুষের মন ছুঁয়ে যায়। প্রকৃতির অপরূপ দৃশ্য যেন ক্রমেই তাদের মোহিত করে।

বাঁধটিতে ধস দেখা দেওয়ায় তারা ভয়ে আছে। যদি বাঁধটি ধসে যায় তাহলে এলাকাবাসী নদীভাঙন ও বন্যায় নিঃস্ব হয়ে যাবে।

বাঁধের পাশে আশ্রয় নেওয়া প্রতিবন্ধী মনোয়ারা বেগম (৪৫), আলতাফ হোসেন (৫০), মুনাব্বর মিয়াসহ (৬০) অনেকে জানান, বাঁধটি নির্মাণে এলাকাবাসী অনেক উপকৃত হয়েছে। বাঁধটি রক্ষা করা না হলে এলাকার চর বজরা উচ্চ বিদ্যালয়, চর বজরা জামে মসজিদ, বজরা ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ কাশিম বাজার, চর বজরা, পূর্ব বজরা, লকিয়ারপাড় ও পশ্চিম বজরা এলাকা নদীভাঙনের ঝুঁকিতে পড়বে। এতে বিপুল পরিমাণ আবাদি জমি, বসতভিটা ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com