রংপুরে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

রংপুরে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত


গণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে জাতীয় শিক্ষক ফোরাম রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের মানুষকে বিনা বিচারে হত্যা করেছে, সরকার পতনের সময় বহু ছাত্র-জনতাকে হত্যা করেছে। বাংলাদেশের কারিকুলামকে ধ্বংস করে ফেলেছে, এই কারিকুলাম দিয়ে এ দেশের কোন উন্নতি করা সম্ভব নয়। তাই আমাদের দাবি বিগত সরকারের প্রধান শেখ হাসিনাসহ দায়িত্বশীল নেতা ও নির্দেশ দাতা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বাংলার মাটিতে বিচার করতে হবে। পাশাপাশি শিক্ষার বিতর্ক কারিকুলাম বাতিল করে নতুন গ্রহণ যোগ্য কারিকুলাম তৈরি করে শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলান মোঃ আব্দুর রহমান কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিরুজ্জামান পিয়াল, জাতীয় শিক্ষক ফোরাম আলিয়া মাদ্রাসা শাখার সমন্বয়ক মাওলানা মোঃ সানোয়ার , ইসলামী ছাত্র আন্দেলন রংপুর জেলা শাখার মোঃ এমদাদ মিয়া, ইসলামী যুব আন্দেলন রংপুরের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাবিবুর রহমান, হাফেজ মাওলানা আওলাদ হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com