দুই দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। ভারতের স্বাধীনতা দিবস ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে এ সময় বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আজ শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টা থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি চালু হয়।