সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে সুস্থ্যতা কামনাসহ সাম্প্রতি ছাত্র-জনতার আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় রংপুরের পীরগঞ্জ উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে আলোচনা সভা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সন্ধ্যায় পীরগঞ্জের ধর্মদাসপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম,এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র জনতার এ জয় নস্যাৎ করার জন্য এখনো দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে তবে এ জয় কোনোভাবেই ভেস্তে দেয়া যাবেনা বলে বিএনপির নেতাকর্মীদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি।এসময় বড় আলমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শরিফুল ইসলাম,সদস্য সচিব সুলতান মাহমুদ,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম,সদস্য সচিব রাঙ্গা মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোনাজ্জল হোসেন যাদু, যুগ্ম আহ্বায়ক জালাল মিয়াসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন ।