সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দলের মন্ত্রীদের বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষাথীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরির সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তব্য দেন রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সাজ্জাদ হোসাইন, টিআই রাভিন, তারেক ইমতিয়াজ, রিফাত হকসহ নেতৃবৃন্দ।
হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার দাবি করে তারা বলেন, সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ, ১৪ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুটের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের বিচার করতে হবে।দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করাসহ চার দফা দাবি তোলেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। এ ছাড়া ১৫ আগস্ট ঘিরে দেশে আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র, নৈরাজ্য ঠেকাতে সব শিক্ষার্থী মাঠে আছে, থাকবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।