লালমনিরহাট: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলামকে স্বীয় আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। দলীয় হাই কমান্ডের নির্দেশে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাজু স্বাক্ষরিত অব্যাহতির আদেশটি পাঠানো হয়েছে।
লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আহ্বায়ক পদ থেকে নুর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।