সমবায় ব্যাংকের কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ

সমবায় ব্যাংকের কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ

সমবায় ব্যাংকের কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ
সমবায় ব্যাংকের কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ

সৈরাচারের দালালেরা হুশিয়ার সাবধান, দুর্নীতির কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, স্বাধীনতা পেয়েছি সংস্কার করবোই, দফা-১ দাবি-১ বাতেনের পদত্যাগ শ্লোগানগুলোকে সামনে রেখে রংপুরে সমবায় সদস্য, ছাত্র এবং সাধারন জনতার ব্যানারে সমবায় ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় নগরীর সমবায় ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও তার দোষর আব্দুল বাতেনের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সমবায় সদস্য, ছাত্র এবং সাধারন জনতা।
এ সময় বক্তারা বলেন, আমরা সৈরাচারের হাত থেকে দেশ স্বাধীন করেছি। আমরা এখন স্বাধীনতা উদযাপন করছি। কিন্ত আমাদের সমবায় ব্যাংকে এখনও বৈষম্য রয়ে গেছে। এখানকার চেয়ারম্যান রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল নিয়ম কানুন না মেনে তার মনমত ব্যাংক পরিচালিত করেছিলেন। আমাদের সাথে সব সময় বৈষম্য করেছেন। আমরা তখন থেকে তার বিরুদ্ধে অবস্থান নিলেও তার রাজনীতির কাছে আমরা কুলাতে পারিনি। বর্তমানে পরিস্থিতিতে তিনি পালিয়ে থাকলেও তার দোষর আব্দুল বাতেন এখনও উপস্থিত থেকে কলকাঠি নাড়ছেন ও টাকা আত্বসাৎ করছেন।
তাই বক্তারা বলেন, আগামী ১৫ আগস্টের মধ্যে আব্দুল বাতেন পদত্যাগ না করলে ১৬ আগস্ট আমরা সকলকে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাকে অপসারণ করতে বাধ্য করবো।
মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমবায়ী শামসুল আলম, খায়রুল, আবু সাঈদ, খেতাব উদ্দিন, শিরিন আক্তার, ইয়াকুব আলী, আলমসহ ছাত্রসমাজ ও সাধারন জনতা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com