পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গণহত্যা ও তাদের বিচারের দাবিতে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় ও সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ডেকেছে বিএনপি।
বুধবার (১৪ আগষ্ট) সকাল ১১টায় শাপলা চত্বর এর সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা বিএনপি এর উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালান করা হয়।
এছাড়াও নগরীর জাহাজ কোম্পানী মোড়,সিটি বাজারের সম্মুখে ও টাউন হল প্রধান ফটকের সামনে যুবদল, ছাত্রদল সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালান করা হয়।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপরে যে গণহত্যা চালানো হয়েছে সেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি।