ফুলবাড়ীতে মতবিনিময় অনুষ্ঠিত

ফুলবাড়ীতে মতবিনিময় অনুষ্ঠিত

ফুলবাড়ীতে মতবিনিময় অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সম্মিলিত পেশাজীবি সংগঠনের সাথে ফুলবাড়ী থানা প্রশাসনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গত (১৩ আগস্ট) মঙ্গলবার রাত ১১টায় বাজার ননিগোপাল মোড়ে গার্মেন্ট ব্যবসায়ী বদরুল ইসলাম বাদল এর সঞ্চালনায় সাবেক পৌর মেয়র মুরতুজা সরকার মানিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। এসময় ফুলবাড়ী থানার সেকেন্ড অফিসার বাদিউজ্জামান, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম,৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ,দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক,ফুলবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক হারুন উর রশীদ,স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মানিক মন্ডলসহ ফুলবাড়ীর ক্ষুদ্র,মাঝাড়ি ও বড়মাপের ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সারাদেশের মতো ফুলবাড়ী থানাতেও কর্মবিরতী পালন করেন পুলিশ প্রশাসন। সেই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে শুরু করে। ব্যাপরটা ঝুকিপূর্ণ বুঝতে পেরে নিজেদের জানমাল নিরাপদ রাখতে ফুলবাড়ী বাজারের ব্যবসায়ীরা সম্মিলিত পেশাজীবি সংগঠনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে পালাক্রমে টানা ৯ দিন ফুলবাড়ী বাজারসহ আশপাশের গ্রাম গুলোতে পাহারা শুরু করেন । গত ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী থানা পুলিশ দায়িত্ব গ্রহনের করলে ঐদিন তাদের সাথে সম্মিলিত পেশাজীবি সংগঠন চলমান পরিস্থিতি নিয়ে থানা প্রশাসনের সাথে মতবিনিময়ের আয়োজন করেন। মতবিনিময়ে সম্মিলিত পেশাজীবি সংগঠনকে আরোও ৭ দিন তাদের পাহারা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন ফুলবাড়ী থানার সার্কেল ও অফিসার ইনচার্জ ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com