কোটা সংস্কার আন্দোলন ও গণ-অভ্যুত্থানে কয়েক শত শিক্ষার্থী-জনতাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার মাধ্যমে শেখ হাসিনার বিচারের দাবিতে উত্তাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি পালন করেন।
এতে শেখ হাসিনার বিচার, সংখ্যালঘুদের ওপর হামলার প্রপাগান্ডা প্রতিরোধ, ফ্যাসিবাদীব্যবস্থার অপসারণ, প্রশাসন ও বিচার বিভাগের সমতা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।তারা বলেন, ‘বিচার চাই বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই; লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ; আবু সাঈকে দেখা যায়, লাল-সবুজ পতাকায়; জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে; আবু সাঈদ-এর রক্ত, বৃথা যেতে দেব না।’
জুবায়ের নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমার ভাই আবু সাঈদসহ কোটা সংস্কার আন্দোলন ও গণ-অভ্যুত্থানে কয়েক শত শিক্ষার্থী-জনতাকে হত্যার সঙ্গে জড়িত খুনি হাসিনা। তার আদেশে গুলি করতে হত্যা করা হয়েছে। আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।বকুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের দেশে সংখ্যালঘুদের ওপর যারা হামলার ও প্রপাগান্ডা ছড়াচ্ছে, তাদের এই বাংলায় জায়গা নাই। সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। ছাত্রসমাজ কোটার এবং স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, ঠিক সেভাবেই এখন আমাদের আবার রুখে দাঁড়িয়ে যেতে হবে।