ফুলবাড়ী থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করলেন রাজনৈতিক দলসহ ছাত্র জনতা

ফুলবাড়ী থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করলেন রাজনৈতিক দলসহ ছাত্র জনতা

ফুলবাড়ী থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করলেন রাজনৈতিক দলসহ ছাত্র জনতা
ফুলবাড়ী থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করলেন রাজনৈতিক দলসহ ছাত্র জনতা

ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে টানা ১২ দিন কর্মবিরতির পর নিজ দায়িত্বে ফিরলেন ফুলবাড়ী থানা পুলিশ। পুলিশের নতুন করে তাদের কর্মে ফেরায় স্থানীয় রাজনৈতিক দল,ছাত্র, জনতা খুশি প্রকাশ করেন এবং তাদের ফুল দিয়ে বরণ করেন।

গত (১৩ আগস্ট) মঙ্গলবার দুপুর ২টায় ফুলবাড়ী থানার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে নিমতলা মোড়ে ঢহলে আসলে তাদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন সাহাজুল এর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীগন। পরে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে ফুল দিয়ে বরণ করেন স্মরণ সরকার,জামায়াতে ইসলাম এর পক্ষে ফুল দিয়ে বরণ করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির, সম্মিলত পেশাজীবি সংগঠনের পক্ষে পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদসহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ প্রমূখ।

ফুলবাড়ী থানাকে স্থানীয় জনতা ফুল দিয়ে বরন করার বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, সরকার পতনের পরে দেশে যে সহিংসতা হয়েছে সেই সময় ফুলবাড়ী থানায় একটিও ঢিল পড়ে নাই। আমরা ফুলবাড়ীতে সকল পুলিশ সদস্য নিরাপদে ছিলাম। আমরা ফুলবাড়ীর মানুষের কাছে চির ঋৃনি আমাদের ভালো কাজের মধ্যদিয়ে সেই ঋৃন শোধ করতে চাই।

অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, আপনারা আমাদের যে সহযোগীতা করেন তা ভুলে যাবার মতো নয়। আপনারা যদি এভাবে আমাদের পাশে থাকে তাহলে আমরা আমাদের আত্মবিশ^াস ফিরে পাবো এতে কাজে পরিধি বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com