পরীক্ষা-নিরীক্ষার জন্য যাত্রী ছাড়া মেট্রোরেল চলবে আজ

পরীক্ষা-নিরীক্ষার জন্য যাত্রী ছাড়া মেট্রোরেল চলবে আজ

পরীক্ষা-নিরীক্ষার জন্য যাত্রী ছাড়াই দীর্ঘ ২৪ দিন পর চলবে মেট্রোরেল। যাত্রীদের ট্রেনে উঠতে অপেক্ষা করতে হবে আরো ৩ দিন। ১৯ জুলাই থেকে মেট্রোরেল পরিষেবা বন্ধ রয়েছে। দীর্ঘ ২৭ দিন পর শনিবার (১৭ আগস্ট) মেট্রোরেল আবারো যাত্রী নিয়ে চলবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।ডিএমটিএলের একাধিক দায়ীত্বশীল সূত্র জানিয়েছে, আগামী শনিবার মেট্রোরেল চালু করার জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। রবিবার (১১ আগস্ট) সংশ্লিষ্টরা হেঁটে হেঁটে পুরো মেট্রোরেলের পথ পরীক্ষা করেছেন। সোমবার নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে। মঙ্গলবার যাত্রীবিহীন (ব্ল্যাঙ্ক) ট্রেন পরিচালনা শুরু হতে পারে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com