হিলির বাজারে ‘মানবতার ঝুড়ি’

হিলির বাজারে ‘মানবতার ঝুড়ি’

দিনাজপুরের হিলির বাজারে সবজির দোকানগুলোতে মানবতার ঝুড়ি ঝুলিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বর্তমান বাজারে নিত্যপণ্যের লাগামহীন মূল্যের কারণে অনেক নিম্নবিত্ত মানুষের রয়েছেন যারা সবজি কিনে খেতে পারেন না। মূলত এমন মানুষদের পাশে থেকে তাদের সহযোগিতা করার উদ্দেশেই এমন ব্যবস্থা করছেন তারা। সকল অনিয়ম-দুর্নীতি দুর করে সুন্দর একটা সমাজ ব্যবস্থা তৈরির প্রচেষ্টা তাদের।  সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে দেখা যায়, প্রায় সবজির দোকানে ঝুলানো আছে ঝুড়ি। ঝুরিতে লিখা আছে ‘মানবতার ঝুড়ি’ আপনার ক্রয়কৃত সবজি থেকে সামান্য পরিমাণ এই ঝুড়িতে রাখুন, যারা ক্রয় করতে পারে না এটা তাদের জন্য নির্ধারিত। অনেক ক্রেতারা সবজি কিনছেন। তার কিছু সবজি ওই মানবতার ঝুড়িতে রেখে দিচ্ছেন। এসব ঝুড়িতে রাখা সবজিগুলো আবার অসহায় হতদরিদ্ররা নিয়ে যাচ্ছেন। 

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com