রংপুরে শিক্ষার্থীদের হাজিরা প্রদান,মামলা থেকে অব্যহতিসহ আইনজীবিদের নানা দাবী উপস্থাপন

রংপুরে শিক্ষার্থীদের হাজিরা প্রদান,মামলা থেকে অব্যহতিসহ আইনজীবিদের নানা দাবী উপস্থাপন

আবু সাঈদ হত্যাসহ কোটা আন্দোলনে বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মামলা থেকে অব্যহতি, ক্ষতিপূরণ প্রদান, দোষী পুলিশ সদস্যের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন আইনজীবিরা।সোমবার শিক্ষার্থীরা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তাজহাট থানা আমলী আদালতে হাজিরা দেন।এ সময় আইনজীবিরা জানান,প্রশাসন শিক্ষার্থীদের মামলা থেকে অব্যহতি প্রদানে কথা দিলেও তা করেনি। যেসব শিক্ষার্থীদের বিনা কারণে জেল খাটতে হয়েছে তাদের ক্ষতিপূরণ প্রদান এবং মিথ্যা মামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেন আইনজীবিরা। সেই সাথে আবু সাঈদ হত্যা নিয়ে তার পরিবার মামলা দায়ের না করলে আইনজীবিদের পক্ষ থেকে মামলা দায়ের কথা জানান তারা। গত ২ ও ৩ আগস্ট রংপুরে এইচএসসি পরীক্ষার্থীসহ ১৩ জন শিক্ষার্থীকে জামিনে মুক্তি দেয় আদালত। 

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com