নীলফামারী: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরসহ ১২৫ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা বাদী হয়ে নীলফামারী আমলি আদালত-১ এ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন।
আসামিদের মধ্যে আরও রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।
মামলায় অজ্ঞাত আরও অন্তত ৩০০ জনকে আসামি করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা জানান, গত চার আগস্ট শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও সাদ্দাম হোসেনের অনলাইন নির্দেশনায় নীলফামারী জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে হামলা চালান স্থানীয় নেতারা।