বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং নাগেশ্বরী উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ০৪.০৯.২০২৪ ইং তারিখে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে নাগেশ্বরী ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৪০ মিলি এবং অকটেনে ৫০ মিলি কম পাওয়া যায়, মেসার্স এস আর ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ২১০ মিলি কম পাওয়া যায়। উক্ত প্রতিষ্ঠান দুটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় যথাক্রমে ৫০০০/- ও ৩০০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স উত্তরা ফিলিং স্টেশনে তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়, কিন্তু তেলের মান সম্পর্কে অভিযোগ থাকায় পরীক্ষণের জন্য তেলের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়াও উপজেলার কাছারী পায়রাডাঙায় অবস্থিত নজরুল টেলিকম নামক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করায় একই আইনে ৩০০০/- (তিন হাজার) টাকা জরিমানা করা হয়। একই স্থানের আয়েশা আদিবা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অনুমোদন বিহীনভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে চাল বস্তাজাত করা এবং পাটের বস্তা ব্যবহার না করে পলিব্যাগের বস্তা ব্যবহার করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০০০/- টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মাহমুদুল হাসান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) জনাব প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান। এসময় উপজেলার ছাত্র সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।