সৈয়দপুরে মাদকসহ আটক ৩

সৈয়দপুরে মাদকসহ আটক ৩

নীলফামারীর সৈয়দপুরে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা রাফায়েতুজ্জামান রিফাত (১৬) সহ ৩ জনকে ফেনসিডিল ধরে আটক করে পুলিশে দিয়েছেন জনগণ। গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের ৬নং ওয়ার্ড নিমবাগান এলাকায় তাঁদের মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা ৫ বোতল ফেনসিডিলসহ জনগণ ধরে ফেলে । পরে তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

আটকৃতরা হলেন নিমবাগান এলাকার মো. আসাদ (২৮), ইরফান রাব্বি (২৪) ও রাফায়তুজ্জাান রিফাত (১৬)। এরমধ্যে রাফায়েতুজ্জামান রিফাত ও ইরফান রাব্বি আপন ভাই। রিফাত নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৈয়দপুর উপজেলার সমন্বয়ক দাবি করে আসছিল।নিমবাগান এলাকার বাসিন্দারা জানান, এরা শিক্ষার্থীদের নাম করে অনেক অপকর্মের সাথে জড়িত। দীর্ঘদিন থেকে এরা ফেনসিডিল, ইয়াবা, টেপেন্ডাসহ অন্যান্য মাদক ব্যবসা করে আসছিলো। রিফাত ও রাব্বি মূলত মাদক সরবরাহকারী।

শিক্ষার্থী ও এলাকাবাসীরা প্রতিবাদ করলে নিজেকে সমন্বয়ক দাবি করে বিভিন্ন হুমকি মামলা মোকদ্দমার ভয় দেখাতো। সমন্বয়ক দাবি করে সে চাঁদাবাজিও করতো।সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আখতার হোসেন জানান, রাত আনুমানিক ১টার দিকে জনগণ ফেনসিডিলসহ তাঁদের হাতে নাতে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

© All rights reserved © Rangpur24.com
Desing & Developed BY Rangpur24.com