রংপুর মহানগর শাখার উদ্যোগে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বাদ জুম্মা নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।মিছিলে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা দলীয় নেতাকর্মীরা অংশ নেন। স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ডে তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমীর এটিএম আজম খান, সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী, ও অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অবিলম্বে জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে জনগণের মতামত যাচাই করতে গণভোট বাধ্যতামূলক করতে হবে।”
তারা আরও দাবি জানান, বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে নিরপেক্ষ ব্যবস্থায় গণভোট আয়োজন ছাড়া অন্য কোনো পথ নেই। নেতৃবৃন্দ জাতীয় পার্টিকে ‘রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য’ উল্লেখ করে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে বলেন, “জনগণের স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত সময়ের দাবি।”
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন নেতারা।

Reporter Name 


















