কালিগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল ও ১০০ বোতল ESKufসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চন্দ্রপুর উত্তর পাড়া গ্রামে এ অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হোসেন আলী (৫০), পিতা-মৃত সাজম আলী, মাতা-মোছাঃ হাসনা বেগম, সাং-মোঙ্গাগাছ এবং শ্রী পুষ্প রায় (২৫), পিতা-শ্রী মাদব রায়, মাতা-শ্রীমতী নাড্ডিবালা, সাং-পাইকেরটারী, উভয়ের ঠিকানা কালিগঞ্জ উপজেলা, লালমনিরহাট।
র্যাব জানায়, এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এই মাদকবিরোধী অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Reporter Name 

























