বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ইমন চক্রবর্তী ও সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ। তাদের বিয়েতে শুভ কামনা জানাতে সৃজিত মুখার্জির স্ত্রী রাফিয়াদ রশিদ মিথিলাকে নিয়ে হাজির হয়েছিলেন। এ সময় তাহসান-মিথিলাকন্যা আইরাও তাদের সঙ্গে ছিল।
বিয়ের আয়োজনে উপস্থিত হয়ে নতুন দম্পতির সঙ্গে ছবি তুলে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ করে অভিনন্দন জানান মিথিলা। ইমন ও নীলাঞ্জনের বিয়ের আয়োজনে শুধু সৃজিত-মিথিলাই নন, টালিগঞ্জের একঝাঁক তারকাকেও দেখা গেছে।
হাওড়ার বালি বাগিচা রাজবাড়িতে বসেছিল ইমন ও নীলাঞ্জনার বিয়ের আয়োজন। করোনার কারণে বিয়েতে খুব একটা বড় আয়োজন ছিল না। তবুও তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই।