র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর একটি আভিযানিক দল লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-১৩ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি দল ওই অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ শাহীন হাওলাদার (২৫), পিতা-মোঃ সাইদুর রহমান, সাং-কানুদাসকাঠি, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি;
২। মোঃ রবিন ইসলাম (১৯), পিতা-মোঃ লাজু ইসলাম, সাং-বড় সংগলশী, থানা-নীলফামারী সদর, জেলা-নীলফামারী;
৩। মোঃ রকিব (২৩), পিতা-মোঃ আঃ সালাম, সাং-সাহাপাড়া, থানা-নীলফামারী সদর, জেলা-নীলফামারী।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে র্যাব সর্বগ্রাসী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

Reporter Name 

























