রংপুর প্রতিনিধি:
রংপুরসহ সারাদেশে অনলাইন ক্যাসিনো ও সকল ধরনের জুয়া নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন আমার দেশ আমার অহংকার। মঙ্গলবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে রংপুর সরকারি কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক রবিউল ফয়সাল বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা জুয়াসহ অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
স্মারকলিপি প্রদান শেষে ডিসি অফিসের প্রধান ফটকের সামনে সংগঠনের নেতাকর্মীরা জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শপথ বাক্য পাঠ করেন।
সংগঠনের নেতারা জানান, অনলাইন জুয়ার ভয়াবহ ছোবলে তরুণ সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। এই সামাজিক ব্যাধি রোধে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এসময় সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।