তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও ফিলিস্তিনি ভূখণ্ড গাঁজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন বন্ধসহ তিন দফা দাবিতে রংপুরে বিক্ষোভ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ।
দুপুরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দরা। পরে টাউন হল মিলনায়তনে তিস্তা রক্ষায় রংপুর ও রাজশাহী বিভাগ কনভেনশন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ভারত থেকে বাংলাদেশে আসা ৫৪টি নদীর ৫১টিতে ভারত একতরফা বাঁধ দিয়ে সব আন্তর্জাতিক নিয়ম-নীতি লঙ্ঘন করে পানি প্রত্যাহার করছে। এতে তিস্তাসহ অনেক নদী আজ মরুভুমিতে রুপ নিচ্ছে।সরকারের নতজানু নীতির কারনে তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা আদায় হচ্ছে না।তিস্তায় স্থায়ী বাধ নির্মানের দাবি জানান।
এছাড়া বিশ্ব জনমত উপেক্ষা করে ইসরায়েলের নৃশংস হামলায় তীব্র নিন্দা জানিয়ে বাসদ নেতারা বলেন, হাজার হাজার টন বোমা ফেলে ফিলিস্তিনকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। এই হামলার বিরুদ্ধে খোদ ইসরাইয়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে কিন্তু ইসরায়েল তাতে তোয়াক্কা করছে না। কারণ তার প্রতি সমর্থন রয়েছে যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্রের।ইসরায়েলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে জাতিসংঘ এবং ওআইসি নেতৃবৃন্দের প্রতি দাবি জানানো হয়।