রংপুর সিটি করপোরেশন কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ

২০ মার্চ ২০২৫, দুপুর ৩:২৬ সময়
Share Tweet Pin it
[রংপুর সিটি করপোরেশন কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ]

রংপুর সিটি করপোরেশনের চুক্তিভিত্তিক ৮ শতাধিক কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার সকালে তারা সব কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ায় সিটি করপোরেশনের সব ধরনের কাজ বন্ধ রয়েছে। 

কর্মচারীদের অভিযোগ, ২০ বছর ধরে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করে আসছেন তারা। এর আগে প্রতিটি ঈদে তাদের বোনাস দেওয়া হতো। এবার সিটি করপোরেশনের প্রশাসক রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম ঈদে বোনাস দেওয়া হবে না বলে ঘোষণা দিয়ে তড়িঘড়ি করে কার্যালয় ত্যাগ করেন। এতে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সব কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

দুপুরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘বিভিন্ন কারণে বোনাস দিতে সমস্যা হচ্ছে। তারপরেও কর্মকর্তা-কর্মচারীরা যাতে তাদের ঈদ বোনাস পায় সেজন্য আলোচনা করার জন্য আজ বৃহস্পতিবার বিকালে বিভাগীয় কমিশনার কর্মকতা-কর্মচারীদের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কিন্তু বিক্ষুব্ধ কর্মচারীরা প্রধান নির্বাহী কর্মকর্তার ঘোষণাকে মানেন না বলে প্রত্যাখ্যান করেন। সেই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

এ ব্যাপারে কর্মচারীদের নেতা সালাম জানিয়েছেন, প্রশাসক ঈদ বোনাস না দিয়ে ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন। তাকে অবিলম্বে অপসারণের দাবি জানান তিনি।

 

অন্যদিকে, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা জানান, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।