রংপুরে সাংস্কৃতিক ঐক্য পরিষদঃ ধর্ষনকারীর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

১৩ মার্চ ২০২৫, দুপুর ৪:২৯ সময়
Share Tweet Pin it
[রংপুরে সাংস্কৃতিক ঐক্য পরিষদঃ ধর্ষনকারীর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন]

ধর্ষনকারীদের গ্রেফতার ও দ্রুততম সময়ে বিচার করে মৃত্যুদন্ডের দাবিতে আজ নগরীর টাউনহলের সামনে সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুর এর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুর এর সভাপতি মাহমুদুন্নবী ডলারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ঐক্য পরিষদের উপদেষ্টা আরিফুল হক রজু, জহির আলম নয়ন, সাধারন সম্পাদক মাহাবুবুল আলম শাওন, সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ডা: নাসিমা আক্তার সহ প্রমুখ। মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক মাসুম।

মানববন্ধনে সাংস্কৃতিক ঐক্য পরিষদের উপদেষ্টাজহির আলম নয়ন বলেন, আজ সারাদেশে এ ধরনের নিকৃষ্ট কাজের মাধ্যমে সমাজকে অস্থিতিশীল করার ঘৃণ চক্রান্ত চলছে। অবিণম্বে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এ সময় সরকারকে এসব অপরাধীদের দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।