তীব্র শীতে গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত
২ জানুয়ারী ২০২৫, রাত ৮:৫২ সময়
তীব্র শীতে গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত
তীব্র শীত, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের মানুষ। মিলছে না সূর্যের দেখা। সন্ধ্যা ঘনিয়ে রাত হলেই বাড়ছে শীতের প্রকোপ। রাতভর ঝরছে কুয়াশা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা গাইবান্ধার মানুষের জীবন।
গত তিনদিন ধরে সুর্যের দেখা নেই। ঘন কুয়াশার সঙ্গে বইছে কনকনে শীত ও হিমেল বাতাস। এমন হাড়কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের কয়েক লাখ দরিদ্র মানুষ। অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সেইসঙ্গে সন্ধ্যা হলেই শুরু হয় কনকনে ঠান্ডা বাতাস।
সরকারি হিসেবে গাইবান্ধায় মোট জনসংখ্যার ৪০ ভাগ দরিদ্র। পশ্চাৎপদ ও নদীবেষ্টিত এ অঞ্চলে শীতকালীন পরিস্থিতি ভয়াবহ। তীব্র এই শীতে গৃহহীন, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে দুর্বিসহ কষ্ট। এখনো সব এলাকার মানুষের কাছে সরকারি কম্বল না পাওয়ার অভিযোগও পাওয়া গেছে।
বেশ কয়েকদিন ধরে বয়ে চলা ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। শীতের এ তীব্রতা দুই একদিনের মধ্যে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।