লালমনিরহাটের কালীগঞ্জে র্যাব-১৩ এর পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২১১ বোতল ফেন্সিডিল, ১২২ বোতল এস্কাফ কফ সিরাপ ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, বুধবার (১৪ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর রংপুরের একটি দল কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ২নং ওয়ার্ডে অভিযান চালিয়ে কমল চন্দ্র রায়কে (৪১) গ্রেফতার করে এবং তার গোয়ালঘর থেকে ১২২ বোতল ইএস কফ উদ্ধার করে।
এর কিছুক্ষণ পর একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোঙ্গাগাছ এলাকায় পলাতক আসামি শ্যামল চন্দ্র রায়ের বাড়ির উঠানে অভিযান চালানো হয়। সেখানে মোটরসাইকেল তল্লাশি করে ২১১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ পার্থ রায় কাজলকে (২৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।

Reporter Name 

























