1. [email protected] : Live Rangpur :
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬ Time View
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
আজ ১৪ ডিসেম্বর ২০২৩ খ্রি. ১০:৩০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত মাসিক কল্যাণ সভায় সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার এঁর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জ এবং অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
কল্যাণ সভার শুরুতে সম্প্রতি রংপুর মেট্রোপলিটন পুলিশের ০২জন সদস্যের অনাকাঙ্ক্ষিত জীবনাবসান হওয়ায় তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে ০১ মিনিট নিরবতা পালন করা হয় এবং সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় তাদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এরপর রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) জনাব আসিফা আফরোজ আদরী গত কল্যাণ সভার কার্যবিবরণী তুলে ধরেন এবং গত সভার প্রস্তাবনার প্রেক্ষিতে গৃহীত ব্যবস্থা সকলের সামনে উপস্থাপন করেন। অতঃপর তিনি উপস্থিত সকল পদবীর পুলিশ সদস্যদের নিকট হতে বিভিন্ন প্রস্তাবনা ও সমস্যার কথা আহ্বান করেন এবং সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় তৎক্ষণাৎ কিছু বিষয়ে সমাধান দেন ও কিছু বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত সমাধানের আহ্বান জানান।
কল্যাণ সভা শেষে উক্ত সভায় ওসি কোতয়ালী জনাব মোঃ মাহফুজুর রহমান, ওসি হারাগাছ জনাব মোঃ মোজাম্মেল হক ও ওসি হাজিরহাট মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজ, আরপিএমপি কল্যাণ তহবিল গঠন সম্পর্কিত আলোচনা ছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটকে সার্বক্ষণিক পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ইনচার্জদের নিয়মিত মনিটরিং করার নির্দেশ প্রদান করেন। তিনি সকল পুলিশ সদস্যদের বিবেক-বিবেচনা দিয়ে সতর্ক থেকে কর্তব্য পালন করা সহ সকলকে সুষম খাবার গ্রহণ, ডিউটিকালে যথাযথ ইউনিফর্ম ও প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রীর ব্যবহার নিশ্চিত করাসহ ডিউটিকালে বিভিন্ন বিচ্যুতি উল্লেখ করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। চাকুরীতে দেশসেবার মহান ব্রত হৃদয়ে লালন করে প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদার হওয়ার নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে তিনি বুদ্ধিজীবী দিবস ও বিজয়ের মাস উপলক্ষে সকল শহীদ বুদ্ধিজীবী এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]