রবের্ত লেভানদোভস্কি-লেরয় সানেদের গতির সামনে দাড়াতেই পারল না কোলন। ঘরের মাঠে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলটিকে উড়িয়ে বুন্ডেসলিগায় জয়ে ফিরল বায়ার্ন মিউনিখ।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ৫-১ গোলে জিতেছে হান্স ফ্লিকের দল। এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর বিজয়ী দলের হয়ে দুটি করে গোল করেন লেভানদোভস্কি ও সানে।