রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে ছাত্রদল।
রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমনের নেতৃত্বে গতকাল সোমবার দিনভর হারাগাছের বিভিন্ন পাড়া-মহল্লায় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। এসময় ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয় হারাগাছ পৌর এলাকা।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মুকুট, হারাগাছ থানা ছাত্রদলের আহবায়ক রুবেল, সিনিয়র যুগ্ন আহবায়ক শিফাত, যুগ্ন আহবায়ক মোক্তারুলসহ মহানগর ও হারাগাছ থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।