লালমনিরহাটের হাতীবান্ধায় শুক্রবার রাতে লিডার্স ক্লাব সম্মাননা পেল ৬ বিশিষ্ট গুণীজন। এরা হলেন, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলাম, শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য আলহাজ্ব আমিনুর রহমান, সমাজ সেবায় মরহুম মহুবার রহমান (মরণোত্তর), ক্রীড়া ক্ষেত্রে তপন কুমার ঘোষ, সফল যুব উদ্যোক্তা সেলিম হোসেন ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেলেন
কবি ইসমত আরা। লিডার্স ক্লাব সভাপতি সাজ্জাদ হোসেন সাগরের সভাপতিত্বে লিডার্স ক্লাব প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষবিদ মনমোহন বর্মন। স্বাগত বক্তব্য রাখেন লিডার্স ক্লাব সম্মাননা কমিটির আহবায়ক মিজানুর রহমান মিলন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, এসএস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুজ্জামান, সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নুরল আমিন, সাবেক ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন তাজু। সম্মাননা প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন, হাতীবান্ধা এস এস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আমিনুর রহমান, সেলিম হোসেন, কবি ইসমত আরা প্রমুখ।
Leave a Reply