লালমনিরহাটের হাতীবান্ধায় বাবাকে মারধর করে রাস্তা বন্ধ করে দেয়ার ঘটনায় অভিযুক্ত ছেলে রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে তাকে ওই উপজেলার পশ্চিম সারডুবী গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, রফিকুল ইসলাম পারিবারিক ঝগড়ার জের ধর তার বাবা আব্দুল আজিজকে মারধর করেন এবং বাড়ি থেকে বের হওয়ার রাস্তাও বন্ধ করে দেয়। হাসপাতালে ৩ দিন চিকিৎসা শেষে গত সোমবার বাবা আব্দুল আজিজ এ ঘটনায় ছেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করেন।