বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ৯ বছর পূর্তিতে দিনাজপুরের হাকিমপুরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মঙ্গল কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট উপজেলার হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
এ সময় জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট হাকিমপুর উপজেলা শাখার সভাপতি জামান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আলীহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রাজ্জাক,জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট হাকিমপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুছ সায়াদাত, সহকারী শিক্ষক আবু ইছাহাক মিয়া, আব্দুর ওয়াহাব, আবু তালেব সরকার অনেকে। শেষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মঙ্গল কামনায় দোয়া খায়ের করা হয়।