আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের টঙ্গেরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত মতিয়ার রহমান ওই ইউনিয়নের মৃত মন্নু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার বাজারপাড়া থেকে মোটরসাইকেল যোগে গাইবান্ধা যাওয়ার পথে হাতিয়া চৌরাস্তা সংলগ্ন টঙ্গেরপাড়ে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে শিমুল গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এতে মস্তিষ্কে আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি পেশায় কাঠমিস্ত্রি ও ১ সন্তানের জনক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।