বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়। সাত ম্যাচে দ্বিতীয় ড্র করা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৮। ছয় ম্যাচে তৃতীয় ড্র করা উত্তর বারিধারার ৩ পয়েন্ট।
২৯তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ পায় উত্তর বারিধারা। মিশরের ফরোয়ার্ড মোস্তফা মাহমুদের পাস ধরে আরিফ হোসেনের শট দ্রুত ছুটে এসে ফেরান গোলরক্ষক মোহাম্মদ নাঈম।
আগের তিন লিগ ম্যাচে জয়হীন থাকা চট্টগ্রাম আবাহনী প্রথম ভালো আক্রমণ থেকে এগিয়ে যায় ৪০তম মিনিটে। মোনায়েম খান রাজুর ফ্রি কিক থেকে হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মে।