বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন গতকাল শনিবার আলোচনা সভা ও সরকারি দপ্তর সমুহের সেবামূলক কর্মকান্ডের ষ্টল প্রদর্শনের আয়োজন করে। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। সহকারি শিক্ষক এস.এম জাকিউল আলম স্বপনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিব ফেরদৌস, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম,
ওসি সুশান্ত কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, অধ্যক্ষ আবুল কাশেম, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা প্রমুখ। এ সময় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ষ্টল পরিদর্শন করেন।
Leave a Reply