জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুর জেলা আওয়ামীলীগ দিনব্যাপী কর্মসূচী পালন করেছে। সকালে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যায় বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনা সভায় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ইলিয়াস আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাজেদ আলী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, আবু তালহা বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক লতিফা শওকত, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফখরুল হাসান লিউ, কোষাধ্যক্ষ মোজতবা হোসেন রিপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এরশাদুল হক রঞ্জু, কার্যকরি সদস্য রাফিউর রহমান রাফি,ইক্তা হাছনা লুনা, জেলা মহিলা লীগের সভাপতি মর্তুজা মনসুর, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সনি। সঞ্চালনা করেন রংপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আমিন সরকার। আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়।